নিউজডেস্ক:

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা । এবারের মাধ্যমিক পরীক্ষার শুরু থেকেই কড়া নিরাপত্তা জারি করেছে পর্ষদ। কিন্তু শনিবার ভূগোল পরীক্ষার দিন ধরা পড়ল ভুয়ো মাধ্যমিক পরীক্ষার্থী। জানা গিয়েছে, দাসপাড়া হাই স্কুলে এই নকল পরীক্ষার্থীর খোঁজ মিলেছে। পরীক্ষা চলাকালীন খাতা সই করার সময় এডমিড কার্ড ও খাতার রোল নম্বর মিলিয়ে দেখার সময় পরীক্ষক দেখেন এডমিড কার্ডের ছবির সাথে পরীক্ষার্থীর চেহারার মিল নেই।

তখনই স্কুলের ভেনু ইনচার্জ ও সুপারভাইজারকে পুরো বিষয় জানায় রুমের দায়িত্বে থাকা পরীক্ষক। স্কুলের তরফ থেকে পুরো বিষয়টি উর্ধতন আধিকারিকদের জানানোর পর ঐ ভুয়ো পরীক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানায় ঐ স্কুলের মেনেজিং কমিটির সদস্য জিয়াউল হক। স্কুল সূত্রে জানা যায়, দিদির পরীক্ষা দিতে এসে ছিল বোন।এডমিট কার্ডের সাথে পরীক্ষার্থীর ছবির মিল না হওয়ায় সন্দেহ হয় দায়িত্বে থাকা শিক্ষকের । এরপর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে । পুরো ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *