নিউজডেস্ক: দমকলের মতো জরুরি পরিষেবার ল্যান্ডলাইন ও টোল ফ্রি নম্বর আছে ফেক কল এই নিয়ে যথেষ্টই বিভ্রান্ত দমকল কর্মীরা।
প্রতিদিনই চলে এমনই ঘটনা। এতে যথেষ্ট বিরক্ত দমকল কর্মীরা। এই ঘটনা ঘটছে ইসলামপুর দমকলকেন্দ্রে।
ফলে, আপৎকালীন সময়ে দমকলে ফোন করে লাইন পাচ্ছেন না বিপদগ্রস্তরা।

এই দমকলকেন্দ্রে প্রায়ই ফোনের রিসিভারের এক প্রান্ত থেকে ভেসে আসে নানা রঙ্গরসিকতা। কারও আবদার, মোবাইলে রিচার্জ শেষ। একটু করে দেবেন প্লিজ। কেউ বা বলে, মোবাইলে নেটওয়ার্ক নেই, তাই ফোন করেছি। কখনো-কখনো শুনতে হয় নানা অশ্লীল গালিগালাজও। এ প্রসঙ্গে ওই কেন্দ্রের এক আধিকারিক জানান, যেহেতু দমকলের টোল ফ্রি নম্বর ১০১ ও দপ্তরের ল্যান্ডলাইনের কল একই টেলিফোনে আসে, তাই অনেকেই টোল ফ্রি নম্বরে ফোন করে এমন রসিকতা করায় সমস্যা তৈরি হচ্ছে।
এই পরিস্থিতিতে এমন অকারণ ফোনের জন্য সমস্যায় পড়েছেন দমকলকর্মী থেকে আধিকারিকরা।
দমকল কর্মীরা জানান, তারা সর্বদা সতর্ক ও সজাগ কোন আপদ বিপদ ঘটলে তারা সব সময় তৈরি। তবে তারা এও বলছেন অকারণে ফোন করলে তাদের যথেষ্টই কর্মে ব্যাঘাত ঘটছে।
তবে সাধারণ মানুষরা যাতে দমকল কর্মীদের অযথা ফেক কল করে বিরক্ত না করার আবেদন জানান।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *