সরকারি বাসের ধাক্কায় মৃত এক সাইকেল আরোহী। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ মারধর উত্তেজিত জনতার। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার রহতপুর জাতীয় সড়ক এলাকায়। জখম ডালখোলা থানার এক পুলিশ আধিকারিক। পুলিশ আধিকারিককে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন স্হানীয় আরও এক ব্যক্তি। জখমদের উদ্ধার ডালখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।

মৃত ওই ব্যক্তির নাম মহম্মদ আলম। বিহারে বাসিন্দা বলে জানা গিয়েছে। স্হানীয় সূত্রে জানা গিয়েছে মাঝেমধ্যে রহতপুর এলাকায় দূর্ঘটনা ঘটতে থাকতো। স্হানীয়দের দাবি ছিল সেখানে লাইটের ব্যবস্থা করার। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে আলোর কোনও ব্যবস্থার করা হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় বাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ, বচসা, মারধর করে উত্তেজিত জনতা। ঘটনাস্থলে থেকে বেশকয়েজন পুলিশ কর্মী পালিয়ে গেলেও ডালখোলা থানার এক পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করতে শুরু করে উত্তেজিত জনতা। ওই পুলিশ কর্মীকে বাঁচাতে গিয়ে জখম হন স্হানীয় এক বাসিন্দা। জখমদের উদ্ধার করে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *