ইসলামপুর কৃষক মান্ডিতে সরকারি ধান ক্রয় কেন্দ্রে বিক্ষোভ। কুইন্টাল প্রতি পাঁচ থেকে ছয় কেজি করে ধান ধলতা নেওয়ার অভিযোগে ক্ষোভ। কৃষকদের সাথে নিয়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের জেলা পরিষদ সদস্যের স্বামী তথা কংগ্রেস নেতা জাভেদ আকতার। কংগ্রেস নেতা জাভেদ আকতার বলেন, এখানে সরাসরি ধান ক্রয় কেন্দ্রে কুইন্টাল প্রতি পাঁচ কেজি ছয় কেজি আবার কারো কাছ থেকে সাত কেজি করে ধান ধলতা নেওয়া হচ্ছে। কৃষকদের অভিযোগ পেয়ে আজকে ইসলামপুর কৃষক মান্ডিতে এসে মিল মালিক ও পারচেসিং অফিসার কে ঘিরে বিক্ষোভ দেখান তিনি এবং আগামী দিনে এইসব বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ার দিয়েছেন।
অভিযোগ অস্বীকার করেন সরকারি ধান ক্রয় কেন্দ্রের পার্চেসিং ( PO) অফিসার প্রদীপ পবন বিশ্বাস।