নিউজডেস্ক :
কেন্দ্রীয় সরকার সম্প্রতি কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO)-র টাকা তোলার নিয়মে বড় পরিবর্তন এনেছে। আগে যেখানে কেউ চাকরি হারালে মাত্র ২ মাস পরই নিজের PF অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারতেন, সেখানে এখন নতুন নিয়মে চাকরি খোয়ানোর পর অন্তত ১ বছর অপেক্ষা করতে হবে।
একইসঙ্গে, পেনশন তোলার ক্ষেত্রেও সময়সীমা পরিবর্তন হয়েছে। আগে চাকরি হারানোর ২ মাস পরই পেনশনের অংশ তুলতে পারতেন কর্মীরা। কিন্তু এখন সেই টাকা তুলতে ৩ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এই নতুন নিয়মের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। এক্স (টুইটার)-এ তিনি লিখেছেন, “মোদি সরকারের EPFO নিয়ম বদল হাস্যকর, কর্মীদের বেতন চুরির সামিল। এই সরকারের ভয়ঙ্কর আর্থিক নীতির ফলে বেকারত্ব চরমে, অথচ যারা চাকরি হারাচ্ছেন, তাদের নিজেদের টাকাও তুলতে দেওয়া হচ্ছে না।”
তিনি আরও অভিযোগ করেন, মোদি সরকারের অর্থনৈতিক ব্যর্থতার কারণে দেশের বেকারত্বের হার বেড়েছে, আর তার সবচেয়ে বড় শিকার হচ্ছেন বেতনভুক কর্মীরা।
অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে বেকার কর্মীদের আর্থিক সঙ্কট আরও গভীর হবে, কারণ চাকরি হারানোর পর অবিলম্বে হাতে নগদ টাকা পাওয়া তাদের জন্য অনেক সময় জরুরি হয়ে পড়ে।