মহার্ঘ ভাতার দাবিতে রাস্তায় নেমে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীরা। সন্তোষজনক পদক্ষেপ নেয় নি সরকার। এবার পূর্ণদিবস কর্ম বিরতির ডাক দিলেন সংগ্রামী যৌথ মঞ্চ। চলতি মাসের ২০ এবং ২১ তারিখ রাজ্যের সমস্ত সরকারি অফিস গুলিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।
আন্দোলনকারীরা বারংবার হুঁশিয়ারি দিয়েছিলেন বকেয়া টাকা না পেলে রাজ্যকে অচল করে দেওয়া হবে। চলবে লাগাতার আন্দোলন। বুধবার যৌথ মঞ্চের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, অবিলম্বে মিটিয়ে দিতে হবে মহার্ঘ ভাতা।
প্রসঙ্গত, গত বুধবার রাজ্য বাজেটে মার্চ মাসে সমস্ত সরকারি কর্মচারীদের অতিরিক্ত ৩ শতাংশ মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছিলেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু কর্মচারীদের দাবি, তাঁদের বকেয়া ডিএ ৩৯ শতাংশ, তাহলে সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের জন্য কেন ৩ শতাংশ মহার্ঘ ভাতা বরাদ্দ করা হয়েছে? এই অভিযোগ তুলেই এবার পূর্ণদিবস কর্ম বিরতির ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ।