প্রতিবেশী মহিলাকে কুড়াল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পরেই অভিযুক্ত পালানোর চেষ্টা করলে গ্রামবাসীরা তাকে ধরে ফেলে। চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা চাঁচল-১ ব্লকের ভগবানপুর জিপির ভগবানপুর গ্রামের।
তদন্তে চাঁচল থানার পুলিশ
পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত মহিলার নাম বেগুনি দাস(৪৫)।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছেন।ঘটনায় অভিযুক্ত যুবকের নাম শীতল প্রামাণিক(৪০)। অভিযুক্তকে পুলিশ এদিন চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে।কেন ওই মহিলাকে খুন করেছে ওই যুবক সেই ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, মৃত বেগুনি দাসের দুই ছেলে ও স্বামী রয়েছে। দুই ছেলেই মুম্বাইয়ে শ্রমিকের কাজে কর্মরত।বাড়িতে স্বামী নিমাই দাসকে নিয়ে থাকতেন বেগুনি।
অভিযুক্তের বিবাহবিচ্ছেদ হয়েছিল
অভিযুক্ত শীতল প্রামাণিকের প্রায় দশ বছর আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়া।স্ত্রী বিচ্ছেদের পর গ্রামে প্রায় দা-কোদাল ও কুড়ুল নিয়ে ঘোরাফেরা করতেন বলে গ্রামবাসীদের।পাশাপাশি স্ত্রী বিচ্ছেদের পর গ্রাম বধূদের সাথে হামেশাই বাকবিতণ্ডা লেগেই থাকত ওই যুবকের।
বেগুনি গোয়ালঘরে গরু ঢুকিয়ে বাড়ির দরজা দাড়িয়েছিল।সেসময় শীতল কুড়ুল নিয়ে তেড়ে আসে।ভয়ে গ্রামের লোকেদের ডাকতে যায়।কিন্তু ফিরে এসে দেখি বেগুনির রক্তাক্ত দেহ পড়ে রয়েছে মেঝেতে।
রিমান্ড চেয়ে আদালতে পুলিশ
চাঁচল থানার পুলিশ জানিয়েছে,দুই পরিবারের পারিবারিক কিছু সমস্যা ছিল। সেই সমস্যার কারণেই হয়তো খুন করে থাকতে পারে। কেন ওই মহিলাকে খুন করা হয়েছে তা জানার জন্য অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।