ফের একবার মানবিক মুখ দেখা গেল বিশিষ্ট সমাজসেবী ডাক্তার শচীন প্রসাদের। মঙ্গলবার গোয়ালপোখরের ঠিকরিবাড়ি এলাকায় মাদ্রাসা পড়ুয়াদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করলেন বিশিষ্ট সমাজসেবী ডাক্তার শচীন প্রসাদ। আমরা সকলেই জানি এই শীত ও কনকনে ঠান্ডায় কাবু হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু কচিকাঁচারাও। তাই এবার কচিকাঁচাদের কথা মাথায় রেখে শীত বস্ত্র নিয়ে সোজা হাজির হলেন গোয়ালপোখরের ঠিকরিবাড়ি এলাকায় দারুল উলুম হাইদারে কররার মাদ্রাসায়। সেখানে গিয়ে কচিকাঁচাদের সাথে কথা বলার পাশাপাশি কচিকাঁচাদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবী ডাক্তার শচীন প্রসাদ। সঙ্গে উপস্থিত ছিলেন গোয়ালপোখরের বিজেপি নেতা তথা সমাজসেবী ডাক্তার গোলাম সারওয়ার। মাদ্রাসার পড়ুয়াদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়ার জন্য ডাক্তার শচীন প্রসাদকে ধন্যবাদ জানিয়েছেন মাদ্রাসা কতৃপক্ষ।