উওর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত রসাখোয়া ২ নং গ্ৰাম পঞ্চায়েতের খন্তা গ্ৰামে এক বৃদ্ধ বুধবার সকালে মোটর সাইকেল ধাক্কায় গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন আহত বৃদ্ধাকে উদ্ধার করে রসাখোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক করণদিঘি গ্ৰামীণ হাসপাতালের রেফার করে। পরিবারের লোকজন আহত বৃদ্ধাকে বিহারের পূর্ণিয়াতে একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার রাতেই মৃত্যু হয় বৃদ্ধার। শুক্রবার বিকেলে মৃতদেহটি বাড়িতে পৌঁছালে, পরিবারের লোকজন সহ গ্ৰামবাসীরা অভিযুক্ত মোটর সাইকেল চালকের আটকের দাবি সহ ক্ষতিপূরণ দাবিতে রসাখোয়া সোলপাড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় । ঘটনাস্থলে পৌঁছায় রসাখোয়া ফাঁড়ির পুলিস। পরিবারের লোকজন সাথে কথা বলে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো ব্যবস্থা করে পুলিশ। পুলিশ জানিয়েছেন ,পরিবারের কে লিখিত অভিযোগ জানাতে বলা হয়েছে ঘটনার। তদন্ত শুরু করা হবে।