পরপর দু’দিন জিজ্ঞাসাবাদের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাজ্য শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেপ্তার করল তৃণমূল কংগ্রেসের যুব শাখার সদস্য কুন্তল ঘোষকে।

কুন্তল ঘোষ হুগলি টিএমসির যুব শাখার সদস্য

তিনি হুগলি থেকে টিএমসির যুব শাখার সদস্য। তাঁর ফ্ল্যাটে শুক্রবার ইডি কর্মকর্তারা অভিযান চালিয়েছিলেন।

১০০ কোটিরও বেশি দূর্নীতির অভিযোগ

সিবিআই-এর মতে ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য-চালিত স্কুলগুলিতে শিক্ষক ও কর্মচারী হিসাবে নিয়োগ দেওয়ার জন্য টিএমসি নেতারা চাকরি প্রত্যাশীদের কাছ থেকে ১০০ কোটিরও বেশি টাকা সংগ্রহ করেছেন বলে অভিযোগ রয়েছে।

চাকরিপ্রার্থীদের কাছে থেকে টাকা নেবার অভিযোগ

তাপস মণ্ডল, যিনি বেঙ্গলের বেসরকারী-চালিত কলেজ এবং প্রতিষ্ঠানগুলির অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের সময় কুন্তল ঘোষের বিরুদ্ধে চাকরি প্রার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগ করেছিলেন

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *