নিউজডেস্ক: এবার ইডি তলব করলো কালিঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের দুই CA কে। জানা গেছে, কালি ঘাটের কাকুকে দেখাশোনা করতে হত ছয়টি কোম্পানির হিসেব। সেই হিসেব রক্ষকদের এবার ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টর (ED)।
CA একে তুলসিয়ান ও এসকে ভারতীয়াকে তলব করা হয়েছে বলে খবর। সুজয়কৃষ্ণের বিভিন্ন কোম্পানিতে টাকা কোথায় থেকে এসেছে , কারা কারা টাকা পাঠাতেন, কীভাবে টাকা পাঠাতেন , লেনদেন কোথায় কোথায় কি ভাবে হতো এইসব কিছু জানতে চান কেন্দ্রীয় তদন্তকারী দল।
ইডি তরফে খবর, আগামী সপ্তাহে দুই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও কোম্পানি সংক্রান্ত যাবতীয় নথি নিয়ে আসতে বলা হয়েছে সেদিন। তাঁদের জিজ্ঞাসাবাদ করে কী কী নতুন তথ্য উঠে আসে এখন সেটাই দেখার।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ