নিউজডেস্ক: বেশ কিছুদিন থেকে ভূমিকম্পে বারবার কেঁপে উঠছে ভারত সহ আশেপাশের প্রতিবেশী দেশগুলো। এরমধ্যেই আজ আবার কেঁপে উঠল অরুণাচলপ্রদেশ। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৬। সোমবার ১টা ৪৮ মিনিট নাগাদ ভূমিকম্পন ঘটেছে। ন্যাশন্যাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অরুণাচলপ্রদেশের চ্যাংল্যাঙ্ক। ভূমিকম্পের তীব্রতা বেশি না থাকায় এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।