রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত রাখতে রাস্তা থেকে টোটো তুলে আগামী মে মাসে থেকে e-রিকশা চালু করতে চলেছে উত্তর দিনাজপুর জেলাপ্রশাসন। গতকাল শহরের টোটো চালকদের নিয়ে  বিধানমঞ্চে বৈঠকে বসলেন জেলা প্রশাসন। বৈঠকে উপস্থিত ছিলেন রায়গঞ্জে র মহকুমা শাসক কিংশুক মাইতি। রায়গঞ্জ পুরসভার পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পুরপ্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্যরা।

টোটোর পরিবর্তে e-রিকশা

বৈঠকের শেষে মহকুমা শাসক কিংশুক মাইতি জানান, টোটো তুলে দিয়ে e-রিকশা চালু করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতেই এই বৈঠক। 

১৮ই ফেব্রুয়ারির মধ্যে আবেদন পত্র জমা দিতে হবে

তিনি আরো জানান যে আগামী ১৮ ই ফেব্রুয়ারির মধ্যে টিন সংগ্রহের জন্য আবেদন পত্র জমা দিতে হবে টোটো চালকদের। আগামী এপ্রিল মাসের মধ্যে তাদের e-রিকশা কিনে নিতে হবে।

এপ্রিল পর্যন্ত কিছু নিয়ম মেনে চলবে টোটো

এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এপ্রিল মাস পর্যন্ত কিছু নিয়ম মেনে টোটো চলবে শহরে।

  • বাইরের তত শহরে চলবে না
  • চারজনের বেশি যাত্রী নেওয়া যাবে না
  • যাত্রী সুরক্ষার জন্য চেক করা হবে টায়ার, লাইট ইত্যাদি

e-রিকশা বৈধ হওয়ায় দুর্ঘটনা ঘটলে যাত্রীরা বীমার সুবিধা পাবেন

মহকুমা শাসক আরো বলেন যে, e-রিকশা বৈধ হওয়ায় দুর্ঘটনা ঘটলে যাত্রীরা বীমা সংক্রান্ত সুবিধা পাবেন যা টোটোর ক্ষেত্রে পাওয়া যায় না। মূলত যানজট রুখতে ও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে প্রশাসনের এই সিদ্ধান্ত বলে তিনি জানান।

মিলবে না অনুদান

শহরের হাজারেরও বেশি টোটো চালকদের e রিকশা কিনতে যে ব্যয়ভার বহন করতে হবে তার জন্য কোনো অনুদানের ব্যবস্থা প্রশাসনে তরফে করা হবে কিনা ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি জানান , এ ধরণের কোন অনুদানের ব্যবস্থা প্রশাসনের তরফে নেই।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *