নিউজডেস্ক: বেহালা কেন্দ্রের বিধায়ক রাজ্যের প্রাক্তণ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দূর্নীতির মামলায় জেলে বন্দী। এবার পার্থকে বিধায়ক পদ থেকে সরানোর দাবিতে পথে নেমেছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। নিয়োগ দূর্নীতি মামলায় জেল বন্দী পার্থকে বিধায়ক পদ থেকে সরানো উচিত কি না সেই প্রশ্ন তুলে জনমত সংগ্রহ করতে বেহালার এলআইসি মোড়ে ক্যাম্প করে চলছে আজ ভোটগ্রহণ। ভোট দিচ্ছে পথ চলতি সাধারণ মানুষজন।

এদিন সিপিএম নেতা কৌস্তুভ চট্টোপাধ্যায় তৃনমূলকে খোঁচা দিয়ে বলেন, ‘আমরা ভাগ্যবান যে তৃণমূলের বাহিনী এসে এখনও ব্যালট লুঠ করেনি। তৃণমূল তো নিজের ভোটেই ব্যালট লুঠ করে। বেহালার বিধায়ক কোটি কোটি টাকা চুরি করে জেলে আছে। বেহালার মানুষ পরিষেবা পেতে কি জেলে যাবে? বেহালার মানুষের স্বার্থে পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ চাই কি চাই না তা নিয়ে ভোট হচ্ছে। মানুষ এগিয়ে এসে নিজেদের মত দিচ্ছে। পাঁচ জন বিধায়ক ধরা পড়ে গেল। যারা টিভিতে বলছেন জিরো টলারেন্স তারা পদত্যাগ করাচ্ছেন না কেন বিধায়ককে? প্রশ্ন তুলেছেন কৌস্তভ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *