নিউজডেস্ক: রায়গঞ্জের বিদ্রোহী মোড় সংলগ্ন এলাকায় এটিএম সহ একাধিক দোকানে ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় এক বাসিন্দা সঞ্জয় সাহা বলেন, আজ সকাল ৭ টা নাগাদ মন্দিরের এখানে এসে দেখি কেউ বা কারা এখানে ভাঙচুর চালিয়েছে। এটিমের পাশাপাশি বিভিন্ন দোকানেও ভাঙচুর চালানো হয়েছে। এরকম ঘটনা তো আগে কখনো ঘটেনি।
দোকান দারদের পক্ষ থেকে আজ সকালেই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা পরেছে। পুলিশ আশেপাশে থাকা CCTV ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে শহরের প্রানকেন্দ্রে একটি লটারির দোকানে ঢুকে দোকানের কর্মচারীকে বেধরক মারধর করে কয়েকজন দুস্কৃতি। অন্যদিকে শহরের মধ্যে হঠাৎ করে দোকানে এটিএমে ভাঙচুরের মতো ঘটনা ঘটায় চিন্তায় পরেছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা। রাতে এরকম কান্ড কারখানা যারস ঘটিয়েছে তারা কি উদ্দেশ্য এমন কাজ করছে ভাবাচ্ছে বাসিন্দাদের।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।