নিউজডেস্ক: রায়গঞ্জের বিদ্রোহী মোড় সংলগ্ন এলাকায় এটিএম সহ একাধিক দোকানে ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় এক বাসিন্দা সঞ্জয় সাহা বলেন, আজ সকাল ৭ টা নাগাদ মন্দিরের এখানে এসে দেখি কেউ বা কারা এখানে ভাঙচুর চালিয়েছে। এটিমের পাশাপাশি বিভিন্ন দোকানেও ভাঙচুর চালানো হয়েছে। এরকম ঘটনা তো আগে কখনো ঘটেনি।
দোকান দারদের পক্ষ থেকে আজ সকালেই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা পরেছে। পুলিশ আশেপাশে থাকা CCTV ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে শহরের প্রানকেন্দ্রে একটি লটারির দোকানে ঢুকে দোকানের কর্মচারীকে বেধরক মারধর করে কয়েকজন দুস্কৃতি। অন্যদিকে শহরের মধ্যে হঠাৎ করে দোকানে এটিএমে ভাঙচুরের মতো ঘটনা ঘটায় চিন্তায় পরেছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা। রাতে এরকম কান্ড কারখানা যারস ঘটিয়েছে তারা কি উদ্দেশ্য এমন কাজ করছে ভাবাচ্ছে বাসিন্দাদের।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
