লাগাতার বৃষ্টির কারণে নদীর জলে ভেসে গেলো বাঁশের সাঁকো। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ল বেশ কয়েকটি গ্রামের। এমনি চিত্র ধরা পরল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর এলাকায়।
জানা গিয়েছে, আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী লাগাতার বৃষ্টির জেরে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নম্বর ব্লকের শান্তিনগর এলাকায় সুধা নদীর জল বেড়ে যাওয়ায় ভেসে গেল বাঁশের সাঁকোটি। এর ফলে গোপালগঞ্জ কলোনি নিয়ামতপুর, শান্তিনগর, ভুতোর সহ বেশ কিছু গ্রাম গ্রামের মানুষ ওই বাঁশের সাঁকোর উপর দিয়ে যাতায়াত করত। এখন বাঁশের সাঁকো নদীর জলে ভেসে যাওয়া জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। এলাকার বাসিন্দাদের অভিযোগ একাধিক বার নতুন সেতু তৈরি জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। আর এদিকে লাগাতার বৃষ্টির কারণে যাতায়াতের জন্য চরম সমস্যায় পড়েছে এলাকার বাসিন্দা। তাদের দাবি এবার স্থায়ী সেতু তৈরি করে সমস্যার সমাধান করা হোক।