জন্মদিনে উপহার নয়, রক্তদান করুন এই বার্তা নিয়েই ইসলামপুরের প্রখ্যাত সাহিত্যিক কবি সাংবাদিক সুশান্ত নন্দীর মেয়ের জন্মদিনে অভিনব উদ্যোগ। ইসলামপুর আমবাগান কলনী বিদ্যালয় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছরই তার মেয়ের জন্মদিনে এই রক্তদান শিবির অনুষ্ঠান করেন। আসছেন এই বছরও অন্যথা হয়নি।সুশান্ত বাবু বলেন এটি ১১ তম রক্তদান শিবির । তবে তিনি সমাজের প্রতি বার্তা দেন মানুষ যাতে তাদের বিশেষ দিনগুলিতে রক্তদান করেন ।
ব্লাড ব্যাংকের রক্ত অপূর্ণতাকে পূর্ণ করুন।
তিনি আরো বলেন সামনেই ভোট এবং গরম পড়ে গেছে এই সময় ব্লাড ব্যাংকে রক্তশূন্যতা দেখা যায় সামাজিক অনুষ্ঠান গুলিতে এই অনুষ্ঠান করলে রক্তশূন্যতা থাকবে না।
