ইসলামপুর শহরের জীবন মোড়ের অগ্নি সংযোগের ফলে পুড়ে যাওয়া পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হাজির হলেন বিশিষ্ট সমাজসেবক তথা চিকিৎসক ডাক্তার শচীনপ্রসাদ। তিনি বিজেপি নেতা হিসেবে পরিচিত। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে এলাকা দেখা না যাওয়া প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, আমি রাজনীতি করতে আসেননি। আমি ইসলামপুর শহরে সপ্তাহে দুইদিন চিকিৎসা পরিষেবা দিতে আসি। সেখান থেকে খবর পেয়েছি যে ক্ষতিগ্রস্ত পরিবার খুবই দুর্ভোগের মধ্যে রয়েছে। তাই তাদের সাহায্য করতে এসেছি। এলাকার বিজেপি নেতা শংকর ভাওয়াল বলেন, আমি পরপর দুবার কাউন্সিলর ছিলাম তখন এলাকার মানুষজনকে সাহায্য করেছি।আমি পরিবারের বিষয়ে সব খোঁজ-খবর নিয়েছি। এদের শচীন প্রসাদ সাহায্য করায় পরিবার উপকৃত হবে বলে মনে করছি।