শুক্রবার সারাদিন ব্যপী করনদীঘি থানার বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন উত্তর দিনাজপুর জেলাশাষক সুরেন্দ্র কুমার মীনা।এদিন তার সঙ্গে ছিলেন করনদীঘির বিধায়ক গৌতম পাল,বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী,থানার আইসি সঞ্জয় ঘোষ সহ জেলাপরিষদ সদস্য,গ্রাম পঞ্চায়েতের প্রধানেরা।করনদীঘি থানার বিভিন্ন এলাকাতে বেশকিছু বড়ধরনের সরকারী প্রকল্প নিয়ে কথা হয়েছে বলে জানা গেছে।করনদীঘির বিধায়ক গৌতম পাল বলেন,বোতোলবাড়ীতে দমকলকেন্দ্র নির্মানের প্রস্তুতি জোরকদমে চলছে।সেই সম্পর্কে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সাথে এদিন আলোচনা হয়েছে।টুঙ্গিদীঘি বাসস্ট্যান্ড একটি দুর্ঘটনা প্রবন অঞ্চলে পরিনত হয়েছে।এখানে ওভারব্রিজ জাতীয় কিছু নির্মানের জন্য আলোচনা হয়েছে।এই আলোচনাতে স্থানীয় বিশিষ্ট মানুষেরা অংশ নিয়েছেন।প্রতি শিক্ষাবর্ষে করনদীঘি থানা এলাকার ৪ থেকে ৫ হাজার পড়ুয়া উচ্চমাধ্যমিক পাশ করে।তার অর্ধেক ছাত্রছাত্রী কলেজে ভর্তি হতে পারে না। করনদীঘিতে একটি কলেজ নির্মিত হলে উচ্চমাধ্যমিক পাশ পড়ুয়ারা করনদীঘির কলেজে ভর্তি হতে পারবে।সেইজন্য কিষানমান্ডির পাশে ৮ একর স্থান নির্বাচন করা হয়েছে।এদিন জেলাশাষক সেইস্থান পরিদর্শন করে রাজ্যশিক্ষা দপ্তরে রিপোর্ট পাঠাবেন।রসাখোয়া হাটশেড ও জলনিকাশী ব্যবস্থা এদিন ঘুরে দেখা হয়েছে।দ্রুত এগুলি রুপায়ন করা হবে।কর্নরাজার পুকুরে ওয়াটার পার্ক নির্মানের ব্যবস্থা এদিন দেখা হয়।টুঙ্গিদীঘি থেকে গোপালপুর সড়ক বার বার সংস্কার করা হচ্ছে কিন্তু তা দীর্ঘস্থায়ী হচ্ছেনা।এই রাস্তাটি পিডব্লিউডি কে হস্তান্তরের প্রয়াস চালানো হচ্ছে।