নিউজডেস্ক: দুর্গা পুজোর বাকি আর মাত্র কয়েদিন। বাংলায় চতুর্দিকে শুরু হয়েছে পুজোর শেষ মুহুর্তের প্রস্তুতি। দুর্গো পুজোতে প্রতিবারের মতো এবারও করনদিঘীতে বস্ত্র বিতরণ করলেন গৌতম পাল ও পম্পা পাল। তবে এবার এই কর্মসূচি ছিল পম্পা পালের জন্য বিশেষ। জেলা সভাধিপতি হয়ে করনদিঘীতে এটাই তার প্রথম কর্মসূচি।পম্পা পালের হাত ধরে এদিন প্রায় ১০ হাজার মানুষকে বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয় ।শনিবার বিকেলে করণদিঘী ব্লকের অন্তর্গত, রসাখোয়া, লাহুতাড়া ও ডালখোলার একাধিক গ্রাম পঞ্চায়েতে দুর্গা পূজার উপহার হিসেবে ১০ হাজার শাড়ি বিতরণ করলেন উওর দিনাজপুরের জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিধায়ক গৌতম পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা পারভিন, ১৪ নং জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ রায় চৌধুরী সহ গ্ৰাম পঞ্চায়েত গুলো প্রধান সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা।