ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে এক ওষুধ ব্যবসায়ীর বাইক উধাওয়ের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। লক ভেঙে দুষ্কৃতীরা একটি নীল রঙের বাজাজ পালসার বাইক নিয়ে চম্পট দিয়েছে। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও বাইক না পেয়ে ওষুধ ব্যবসায়ী ইসলামপুর থানার পুলিশের দ্বারস্থ হয়েছে। জানা গিয়েছে, ইসলামপুরের থানা কলোনীর বাসিন্দা পেশায় ওষুধ ব্যবসায়ী অমিয় দত্ত উকিল পাড়া এলাকায় থাকা এইচ ডি এফ সি ব্যাংকের সামনে এক চায়ের দোকানের পাশে মোটর বাইকটি রেখে টাকা জমা দিতে গিয়েছিলেন। প্রায় আধ ঘন্টা পর ফিরে বাইক না পেয়ে হতবাক হয়ে পড়েন অমিয়বাবু। এইচ ডি এফ সি ব্যাংকের সামনে কোনও সিসিটিভি না থাকায় ওই রোডে অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।