আরজিকর কাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল সংঘটিত করল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ইসলামপুর শাখা। সোমবার সন্ধ্যায় ইসলামপুর বাস টার্মিনাস থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি চৌরঙ্গী মোড় হয়ে ইসলামপুর শহর পরিক্রমা করে। নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ইসলামপুর শাখার সদস্যরা এদিনের বিক্ষোভ মিছিলে পা মেলান। এছাড়াও আরজিকর কাণ্ডে প্রতিবাদ আন্দোলন করা বিভিন্ন স্কুলগুলিতে যেভাবে জেলা স্কুল পরিদর্শক নোটিশ পাঠাচ্ছেন অবিলম্বে বন্ধ না হলে আগামীতে শিক্ষক ছাত্র ছাত্রী সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ইসলামপুর শাখা।