অবশেষে সবকিছুকে ‘ডোন্ট কেয়ার’ করে চারহাত এক হলো। আজ সকাল থেকেই সাজসাজ রব মজুমদার বাড়ি ও ঘোষ বাড়িতে। বিয়ের সাজের মাঝেই কনে রিঙ্কু জানান কে প্রথম প্রস্তাব দিয়েছিল, মায়ের বিয়ের সিদ্ধান্তে ছেলেরই কী মত।
এদিন রিঙ্কু জানান, তিনিই দিয়েছিলেন বিয়ের প্রস্তাব দিলীপকে। বুঝিয়ে ছিলেন বিয়ের প্রয়োজনীয়তা। বিজেপি নেতা ঘোষ বাবু যদিও এককথায় মোটেও রাজি হননি বিয়েতে। তিন মাস সময় নিয়ে শেষে হ্যাঁ-ই বলেছেন। অন্য দিকে পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী ছেলের কথা আসলে রিঙ্কুর বলেন , “দিলীপ বাবু এত ডিজার্ভিং, ছেলে ভীষণই খুশি।” তবে কলকাতার বাইরে থাকায় মায়ের বিয়েতে থাকা হচ্ছে না ছেলে প্রিতমের।