বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় ভারত -দক্ষিন আফ্রিকার ম্যাচ দেখতে বিদ্যালয়ের ছাত্রাবাস থেকে পালাল তিন ছাত্র।বৃহস্পতিবার রাতে ছাত্রাবাসের প্রাচীর টপকে তারা পালিয়ে যায়। বিদ্যালয়ের তরফ থেকে গোয়ালপোখর থানার লিখিত অভিযোগ দায়ের করলেও এখনও তাদের সন্ধান মেলেনি। এই ঘটনায় ছাত্রদের পরিবার উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।

সূত্রের খবর, গোয়ালপোখর থানার গোয়াগাঁও গ্রামে একটি বেসরকারি বিদ্যালয়।এই বিদ্যালয়ে গোয়ালপোখর , চাকুলিয়া ব্লকের বেশ কিছু ছাত্র ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে। চাকুলিয়া দুই জন তৃতীয় শ্রেনীর ছাত্র এবং গোয়ালপোখরের একজন পঞ্চম শ্রেনীর ছাত্র বিশ্বকাপ ক্রিকেট টুর্ণামেন্টের দেখতে মরিয়া হয়ে পড়ে। আগামী ৫ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে ভারত -দক্ষিন আফ্রিকার মুখোমুখি হবে। কলকাতায় কোন একটি হোটেলে কাজ করে টিকিটের টাকা তারা যোগার করতে পারবে বলে ভাবে। এই আশায় বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রাবাসের প্রাচীর টপকে তিন ছাত্র পালিয়ে যায় বলে অভিযোগ।বিষয় বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসার পরই তারা খোজাখুজি শুরু করেন। পলাতক ছাত্রদের সন্ধ্যান না পেয়ে গোয়ালপোখর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।বিদ্যালয়ের ছাত্রাবাস থেকে ছাত্র পালিয়ে যাবার ঘটনায় উদ্বিগ্ন ছাত্রদের পরিবার। তিন ছাত্র নিখোঁজের ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিকে তারা দায়ী করছেন। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।