ডি এ সহ চাকুরী সংক্রান্ত ১০ দফা দাবিতে উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক কে স্মারকলিপি প্রদান করলেন বাম কর্মচারীদের যৌথ মঞ্চ। আজকেই কলকাতায় বিধানসভা অভিযান বামপন্থী কর্মচারী সংগঠনগুলির যৌথ মঞ্চের। এই উপলক্ষে রনি রাসমণি রোড রয়েছে সমাবেশ।
এরই পাশাপাশি, রাজ্যের জেলাগুলিতে ডেপুটেশন দিচ্ছেন বামপন্থী কর্মচারী সংগঠনগুলি। আজ শুক্রবার উত্তর দিনাজপুরের কর্ণজোরায় অবস্থান বিক্ষোভ ও জেলাশাসককে স্মারকলিপি প্রদান করলেন বামপন্থী কর্মচারী সংগঠনগুলির সদস্যরা।
কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান, নিয়োগে স্বচ্ছতা ও অস্থায়ী কর্মীদের নিয়মিত করন সহ ১০ দফা দাবি তাঁদের এই আন্দোলন বলে জানান যৌথ মঞ্চের নেতৃত্ব। আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করেন ১২ জুলাই কমিটি, কো অর্ডিনেশন কমিটি, নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সহ অন্যান্য বামপন্থী কর্মচারী সংগঠন।
এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কো- আর্ডিনেশন কমিটির উত্তর দিনাজপুর জেলা শাখার সম্পাদক আশিস কর, নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার সম্পাদক বিপুল মৈত্র, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার সম্পাদক নির্মল বোস সহ অন্যান্যরা।