বর্ষা কালে ডেঙ্গির বাড়বাড়ন্ত থাকতো এই রাজ্যে। প্রানও যেতো অসংখ্য রোগীর। কিন্তু এবার শীতে মশাবাহিত এই রোগের দাপাদাপি বেড়েছে মারাত্মক। ডেঙ্গির নতুন উপসর্গ চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসকদের কপালে। করোনার মতো এবার ডেঙ্গিও টার্গেট করেছে মানুষের ফুসফুসকে।
ডেঙ্গির নতুন উপসর্গ গুলো
১) ডেঙ্গির কারনে বাড়ছে শ্বাসকষ্ট। অক্সিজেনর পরিমান কমছে শরীরে।
২)অন্য দিকে ডেঙ্গির নতুন টার্গেট হার্ট । ডেঙ্গি আক্রান্ত রোগীর রক্তচাপ কমছে।
৩)মস্তিষ্কে দেখা দিচ্ছে এনসেফেলাইটিসের মতো উপসর্গ।
৪)এছাড়াও সাধারণ উপসর্গ যেমন তলপেটে ব্য়থা, বমি, ডায়েরিয়া, দুর্বলতা তো আছেই ।
৫)এই নতুন উপসর্গের পোশাকি নাম মাল্টিসিস্টেম ইনফ্ল্য়ামেটরি সিনড্রোম।