নিউজডেস্ক: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের চোপড়া বিধানসভার কমলা গাঁও সুজালী গ্রাম পঞ্চায়েতে দিদির দুত কর্মসূচি অনুষ্ঠিত হল আজ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুল রহমান, কমলাগাঁও সুজালী গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আব্দুল হক সহ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। বিধায়ক হামিদুর রহমান বলেন সুজালি গ্রাম পঞ্চায়েতে কিছুদিন আগে সেন্ট্রাল টিম এসে কাজের প্রশংসা করে গিয়েছে। এই অঞ্চলের ৯৯% মানুষ কাজে সন্তুষ্ট। তিনি আরো বলেন, আজ এখানে এত মানুষের ঢল কারণ তারা দিদির হাত কে আরো শক্ত করতে চায় ।
ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি কামাল উদ্দিন বলেন পঞ্চায়েত ভোটে বিরোধী দলদের আমন্ত্রণ জানাচ্ছি আসুন মিলে মিশে একসঙ্গে লড়াই করি। তিনি কটাক্ষ করে বলেন বিরোধীদের সংগঠন নেই তাদের দলের পতাকা ধরার লোকও নেই। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পঞ্চায়েত গঠন হবে। তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুল হক বলেন যতদিন বাম সরকার ছিল ততদিন বিভিন্ন সময় ঝগড়াঝাঁটি লেগেই থাকতো এই অঞ্চলে। বর্তমানে তৃণমূল সরকার আসার পর থেকে উন্নয়ন হয়েছে যার জন্য এই সাধারণ মানুষের ঢল নেমে পড়েছে আজকের এই কর্মসূচিতে।
- (no title)

- (no title)
- (no title)
- কুঁজ

- Archery World Cup| তীরন্দাজ বিশ্বকাপের প্রথম পর্যায়ে ৫ টি সোনা ভারতীয় খেলোয়াড়দের।
