উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের নিউটাউন এলাকায় মুক্তমঞ্চের ধারে এক যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা শহরে ইসলামপুর থানার পুলিশের এসে মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহাকুমা হসপিটালের পুলিশ মর্গে পাঠায়, স্থানীয় বাসিন্দারা বলেন দীর্ঘ সময় ধরে ওই যুবক মদ্যপ অবস্থায় ওই এলাকায় ঘোরাঘুরি করছিলেন হঠাৎ করে নলকূপের ধারে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ নিয়ে গিয়ে তদন্ত শুরু করেছেন।