গত সোমবার বাড়ি থেকে পুনে কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হয় নুরুল হুদা নামে বছর ২২ এর এক যুবক। ওই যুবকের বাড়ি চোপড়া ব্লকের ঘির্নীগাও গ্রাম পঞ্চায়েতের জনকিগছ গ্রামে। তার বাবার নাম আমিনুল হক, উরফে টু আমিন । মৃত যুবকের বাবা এবং স্থানীয় মানুষের দাবি হাওড়া থেকে পুণেগামী আজাদ হিন্দ এক্সপ্রেস এ করে পুনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই যুবক। ঐদিন রাত্রিবেলায় ট্রেনে চিকেন বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে ওই যুবক বলে পরিবারের সদস্যদের দাবি। তাদের আরো দাবি অসুস্থ অবস্থায় সে ট্রেনে ছিল এবং ট্রেনটি হঠাৎ 4 ঘন্টা লেট চলায় পুনে স্টেশনে ট্রেন থেকে নামানোর আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যদের দাবি । সেখানে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। তবে ট্রেন এত লেট চলার কারণে ওই যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে পরিবারের সদস্যদের দাবি। সময়মতো ট্রেন গন্তব্যস্থানে পৌঁছালে ওই যুবককে সঠিক সময়ে হাসপাতালে ভর্তি করা যেত ফলে তার মৃত্যুর কোন সম্ভাবনাই ছিল না।
স্থানীয় মানুষ এবং পরিবারের সদস্যরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে সাহায্যের প্রার্থনা করেছেন। মৃত যুবক নুরুল হুদার বাবা আমিনুল হক উরফে টু আমিন জানিয়েছেন নুরুল হুদা সবার প্রিয় ছিল। আমার তিন ছেলে এক মেয়ে নুরুল হুদা মেজো ।
শুক্রবার প্লেনে করে তার কফিনবন্দি মৃতদেহ বাগডোগরা এয়ারপোর্ট নিয়ে আসা হয়। সেখান থেকে সন্ধ্যা নাগাদ এসে পৌঁছায় জানকিগছ গ্রামে।