ডাকাতির ঘটনায় চাঞ্চল্য রসখোয়া শিলিগুড়ি মোড় ধাটি পাড়া এলাকায় । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে। জানা গেছে উত্তর দিনাজপুর জেলা করনদীঘি ব্লকের রসখোয়া ১ নং গ্রাম পঞ্চায়েত অন্তর্গত ধাটি পাড়া গ্রামের তাসদ্দুক হুসেনের বাড়িতে রাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল হামলা করে। পরিবারের লোকেদের বেঁধে মারধরও করে বলে অভিযোগ পরিবারের । মারধর গুরুতর ভাবে আহত হন ওয়ালিউর রহমান নামে এক ব্যাক্তি । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। প্রায় ২ ঘণ্টা ডাকাতি করে ডাকাত দল টি বলে অভিযোগ । তারা সবাই মুখে কাপড় বেঁধে ছিল বলে জানিয়েছেন তারা । ডাকাত দল টি প্রায় ১০ ভরি সোনার গয়না সহ নগদ লুট করেছে বলে অভিযোগ । ওয়ালিউর রহমান বর্তমানে শিলিগুড়ি তে চিকিৎসাধীন রয়েছেন । খবর পেয়ে রাতেই ঘটনা স্থলে ছুটে আসে করনদীঘি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।