নিউজডেস্ক: ইসলামপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে ইসলামপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুদাস সাহার বাড়ির কালীমন্দিরের তালা ভেঙে কালি ঠাকুরের প্রায় ছয় ভরি সোনার গহনা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। আজ ভোরে বাড়ির ভাড়াটিয়ারা মন্দিরের তালা ভাঙ্গা অবস্থায় দেখে বাড়ির মালিক গুরুদাস সাহা কে বিষয়টি জানান। এরপর তিনি দেখতে পান ঠাকুরের সমস্ত সোনার গহনা চুরি গেছে। এরপর খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে কাউন্সিলর গুরুদাস সাহা জানিয়েছেন, আমার বাড়িতেই যদি এই ধরনের চুরির ঘটনা ঘটে তবে সাধারণ মানুষের কি হবে? প্রশ্ন তুলছেন খোদ কাউন্সিলর। তাই যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলছেন তিনি।