ইসলামপুর সহ জেলার বিভিন্ন স্থানে ইন্ডেন গ্যাস সার্ভিস অফিসের সামনে লম্বা লাইন। প্রায় সর্বত্রই আধার লিংক করতে এসে সমস্যায় পড়ছেন গ্রাহকরা। মাঝে মধ্যে দেখা দিচ্ছে উত্তেজনা। গ্রাহকদের অভিযোগ তাদের আধার লিঙ্ক করানোর জন্য সমস্যায় পড়তে হচ্ছে। তাদের আরো অভিযোগ দুদিন ধরে লাইনে দাড়িয়েও তারা লিংক করাতে পারছেন না। লাইনে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। তবে গ্রাহকরা জানাচ্ছে তারা লাইনে দাঁড়িয়ে থেকে আদেও কি গ্যাসের সাথে আধার লিঙ্ক করাতে পারবে তাদের সংশয় হচ্ছে। কারণ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে কখনো গ্যাস কর্তৃপক্ষ বলছে লিংকে সমস্যা হচ্ছে তারা যথেষ্ট বিব্রত এই লাইনে দাঁড়িয়ে থাকা নিয়ে।