গত ৯ এবং ১০ই জানুয়ারি, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় এ অনুষ্ঠিত হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রগতি ২০২৫। এই উৎসব তথা অনুষ্ঠানের সবচেয়ে বড়ো মাহাত্ম্য একই সঙ্গে নবীনবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদর্শনী প্রতিযোগিতার আয়োজন করে ছাত্রছাত্রীরা। দুদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন রায়গঞ্জ র বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী। উপস্থিত ছিলেন মহকুমা শাসক শ্রী কিংশুক মাইতি, রায়গঞ্জ পৌরসভার প্রশাসক শ্রী সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ মার্চেন্ট এস্যোসিয়েশনের সম্পাদক শ্রী অতনুবন্ধু লাহিড়ী সহ আরও বিশিষ্ট কিছু নাগরিক।
অধ্যক্ষ ড. চন্দন রায় জানান এই প্রগতি ২০২৫ আদতে এই মহাবিদ্যালয়ের উন্নয়নর এক মানদণ্ডের মতই। ছাত্রছাত্রীরা অনেক পরিশ্রম করে এই প্রদর্শনী প্রতিযোগিতায় নানা গবেষণা লব্ধ মডেল নির্মাণ করেন। তাতে সাহায্য করেন বিভাগের অধ্যাপকগণ। সেই সব মডেল প্রজেক্ট কে বাইরের বিচারক র সামনে তারা উপস্থাপন করেন এবং এনিয়ে কলা ও বিজ্ঞান বিভাগের মধ্যে প্রতিযোগিতা চলে। একইসঙ্গে ছাত্রছাত্রীদের উৎকর্ষ সাধন হয় এই সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে। কেবলমাত্র কলেজ র ছাত্রছাত্রী নয়, বাইরের সাধারণ মানুষের জন্য খোলা থাকে এই প্রতিযোগিতা তথা সাংস্কৃতিক অনুষ্ঠান। এই বছরের মুখ্য আকর্ষণ ছিল মুম্বাইয়ের সঙ্গীতশিল্পী এশ কিং। একই সঙ্গে আধুনিক এবং চলচ্চিত্রের নানান হিন্দী, বাংলা গান গেয়ে দর্শক তথা শ্রোতাদের মন জয় করে নেন তিনি। এই গান শোনার জন্য কলেজ র মাঠে ছিল উপচে পড়া ভিড়। প্রচণ্ড ঠান্ডা কে অগ্রাহ্য করে বয়স নির্বিশেষে সাধারণ মানুষ ভিড় করেছিলেন এশ কিং র গান শোনার জন্য। প্রদর্শনী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় দ্বিতীয় দিন। বিজ্ঞান বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে জুলজি, ফিজিক্স এবং বোটানি বিভাগ। আর কলাবিভাগ এ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় স্যোসলজি, জিওগ্রাফি এবং পলিটিকাল সায়েন্সে বিভাগ।
ছাত্রছাত্রীরা গান, নাচ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপ্সথাপন করেন এই দুদিন ধরে। বহিরাগত ব্যণ্ড শিহরণ এবং ড্যান্স ট্রুপ ফ্ললেস ও অর্ণব ড্যান্স একাডেমি র অনুষ্ঠান ছিল চোখে পড়ার মত। দ্বিতীয় দিনের অনুষ্ঠানের অন্যতম মুখ্য চমক ছিল কলেজর প্রশাসক ও মহকুমা শাসক শ্রী কিংশুক মাইতির সুরেলা গলার দুটি আধুনিক হিন্দি গান। সুরের যাদুতে মুগ্ধ করেন এক বিশাল জনারণ্যকে। সবমিলিয়ে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় র অনুষ্ঠান প্রগতি ২০২৫ ছিল একই সঙ্গে মনোজ্ঞ এবং উন্মাদনায় পূর্ণ এক অনুষ্ঠান।