শীঘ্রই পিপিই মডেলে ক্রুজ চালানোর পরিকল্পনা শুরু হয়েছে। সেই কল্পনা বাস্তবায়িত হলে হুগলি নদী ধরে বঙ্গোপসাগরের উপকূল বেয়ে পর্যটকদের দিঘা ও পুরীতে পৌঁছে দেবে ক্রুজ । সময় যখন খুব দামি তখন বাস ও ট্রেনের তুলনায় অনেকটাই কম সময় পৌঁছে যাবেন দুটি ডেস্টিনেশনে। ডায়মন্ডহারবার পুরসভা সূত্রে জানা গিয়েছে, দুটি রুটে ক্রুজ চালানোর জন্য শীঘ্রই ট্রায়াল রান হবে। ডায়মন্ডহারবার থেকে গঙ্গাসাগর পর্যন্ত ক্রুজ চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল আগেই। তার ট্রায়াল রান সফলভাবে শেষও হয়েছে। আর সেই সাফল্য থেকেই দিঘা ও পুরীর পর্যটকদের জন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছে। আগ্রহী সংস্থার সঙ্গে ইতিমধ্যে একপ্রস্থ কথাবার্তা এগিয়েছে। পুরসভা সূত্রের খবর, ডায়মন্ডহারবার জেটি থেকে ক্রুজ ছেড়ে প্রথমে গঙ্গাসাগরে যাবে। কারণ, বহু পর্যটক আসেন যারা গঙ্গাসাগর দর্শন করে পুরী যান। ক্রুজ চালু হলে সেই ক্রুজেই যেতে পারবেন পুরীতে। গঙ্গাসাগরে যাত্রী তোলার জন্য কিছুটা সময় দাঁড়াবে পুরীগামী ক্রুজ। তবে বিলাসবহুল সেই ক্রজের ভাড়া কত হতে পারে তার আগাম আভাস এখনো পাওয়া যায়নি।