দুর্ঘটনার দিন থেকে নিখোঁজ ছিলেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি গ্রামের সিআর পি এফ জওয়ান নিখিল ধাড়া। অবশেষে গতকাল সি আর পিএফ এর হস্তক্ষেপে তাঁর দেহ মেলে। আজ মৃত নিখিল ধাড়ার কফিনবন্দী দেহ সি আর পি এফ জওয়ানদের কাঁধে চড়ে ফেরে ইন্দাসের কুশমুড়ি গ্রামে। চোখের জলে নিহত জওয়ানকে শেষ বিদায় জানায় এলাকার হাজার হাজার মানুষ।
সম্প্রতি রাজগীরে প্রশিক্ষণ নিতে যান ছত্তিশগড়ে সি আর পি এফে কর্মরত বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি গ্রামের নিখিল ধাড়া। প্রশিক্ষণ নিয়ে রাজগীর থেকে খড়্গপুরে এসে গত ২ জুন নিজের কর্মস্থলে যাওয়ার উদ্যেশ্যে করমন্ডল এক্সপ্রেসে চেপে বসেন নিখিল। তারপরই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার পর থেকে আর নিখিলের কোনো খোঁজ মিলছিল না। বহু চেষ্টা করেও তাঁর সাথে যোগাযোগ করে উঠতে পারেনি পরিবার। গতকাল গ্রামের একদল বাসিন্দা নিখিলের খোঁজে বালেশ্বরে যান।
সেখানে প্রশাসনের সহযোগিতায় নিখিলের সঙ্গে থাকা ব্যাগ ও তার ভিতরে থাকা পরিচয়পত্র মিললেও নিখিলের খোঁজ মিলছিল না। অবশেষে সি আর পিএফ এর তরফেও শুরু হয় সন্ধান। শেষে ওড়িশার একটি হাসপাতালে নিখিলের মৃতদেহের খোঁজ মেলে। এরপরই তাঁর দেহ গ্রামের বাড়িতে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় সি আর পিএফ। আজ দুপুরে সি আর পি এফ এর গাড়িতে করে জওয়ানরা কুশমুড়ি গ্রামে নিহত জওয়ানের দেহ নিয়ে পৌঁছায়। সেখানেই তাঁকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন এলাকার কয়েক হাজার মানুষ। কুশমুড়ি গ্রামের অদূরেই গান স্যালুট দিয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।