বার বার জলের তলায় তলিয়ে যাচ্ছে কয়েকটি গ্রামের কৃষকদের পরিশ্রমের ফসল। বেশ কয়েকটি গ্রাম বলতে জাগির্বাস্তি , বাউরি গছ, মুকদমগছ, গোয়াবারি সহ বেশ কয়েকটি গ্রামের বিশেষ করে বর্ষা কালের ফসল যেমন ধান চারা, পাট, তিল চা বাগান সহ আরো অনেক ফসল নষ্ট হয়। অন্য দিকে রাস্তার পাশের অর্থাৎ গোয়াবারি থেকে ভিটা নয়া হাট পর্যন্ত রাস্তা দুই ধার এ অনেক ক্ষতি।একটি নতুন বাড়ি ভেসে যায় বলে দাবি গোয়াবারি নিবাসী রাজিয়ার । এক কথায় বারবার বর্ষা শুরু হলেই পথচারী থেকে, টোটোচালক, বাইক আরোহী, ছাত্রছাত্রী ও রোগীদের অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই এলাকার মানুষ প্রশাসনের হস্তক্ষেপে চেয়ে আবেদন জানিয়েছেন। চোপড়া পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামি ফারুক ব্যাপারটিকে ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবেন বলে জানিয়েছেন।