সিপিআইএমের যুব সংগঠন ডি ওয়াই এফ আই এর উদ্যোগে ২৮ শে মার্চ উত্তরকন্যা অভিযানের ডাক। সেই অভিযানকে সফল করতে ইসলামপুর মিলনপল্লী হাইস্কুলে এক কর্মী সভার আয়োজন করা হয়।এই সভায় উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য নেতৃত্ব কলতান দাশগুপ্ত সহ ডিউ আইএফআই কর্মী ও সমর্থকেরা ।
আজকের এই সভা থেকে কলতান দাশগুপ্ত বলেন আগামী ২৮ মার্চ স্থায়ী কাজের দাবিতে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে । লুট বন্ধের দাবিতে ভাগাভাগি বন্ধের দাবিতে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে বলে তিনি জানান। তিনি আরো বলেন, তিনি রেলের প্রসঙ্গে বলেন রেলে বিভিন্ন প্রকল্পে কাজ হচ্ছে প্লাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়েছে। কিন্তু রেলের শূন্য পদ পূর্ণ হচ্ছে না সহ একাধিক বিষয় নিয়ে তিনি বলেন। বিধানসভা প্রসঙ্গে তিনি বলেন বিধানসভা এখন আজেবাজে কথার আখড়া হয়ে দাঁড়িয়েছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *