রায়গঞ্জ পৌর নাগরিক পরিষেবা নিয়ে দীর্ঘদিনের অসন্তোষের প্রেক্ষিতে সরব হল সিপিআই (এম)। বৃহস্পতিবার রায়গঞ্জ- শহর এরিয়া কমিটির পক্ষ থেকে রায়গঞ্জ পৌরসভা অভিযান কর্মসূচি পালিত হয়। ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য উত্তম পাল, পলাশ দাস, যুবনেতা শতরূপ ঘোষ,উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক সহ অন্যান্য নেতৃত্ব।
নাগরিকদের ন্যায্য অধিকার, দুর্নীতি প্রতিরোধ, ও উন্নয়নমূলক প্রকল্পে স্বচ্ছতা আনার দাবি জোরালোভাবে জানানো হয়। হাউস ফর অল প্রকল্পে দুর্নীতির তদন্ত ও ওয়ার্ডভিত্তিক উপভোক্তা তালিকা প্রকাশের দাবি করা হয়। ১৫তম অর্থ কমিশনের বরাদ্দের হিসাব জনসমক্ষে আনারও আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, রাস্তা নির্মাণে মান বজায় রাখা হচ্ছে না, ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে, জলজটে জনজীবন বিপর্যস্ত। অমৃত ভারত প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও খাস জমিতে বসবাসকারীদের মালিকানা দলিল প্রদানের দাবি তোলেন তারা। সিপিআই(এম) নেতৃত্ব জানিয়েছেন, দ্রুত পদক্ষেপ না হলে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।