নিউজডেস্ক: ১৫ ই জুনের ঘটনার পর থেকেই যৌথ ভাবে প্রশাসনের ওপর চাপ বারাচ্ছে বাম কংগ্রেস। চোপড়ায় দাঁড়িয়ে শাসকের চোকে চোখ রেখে আন্দলোন করছে বাম কংগ্রেস কর্মীরা। রীতিমতো হুশিয়ারি জানাচ্ছে প্রশাসনকে। এদিন পূর্ব কর্মসূচি অনুযায়ী সিপিআইএম কর্মী মনসুর আলমের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং চোপড়ায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন করার দাবিতে চোপড়া থানার দাসপাড়া পুলিশ ফাঁড়ির সামনে রাজ্য সড়কের উপর অবস্থান বিক্ষোভে বসে নেতৃত্ব ও কয়েকশো বাম-কংগ্রেসে কর্মী ।
জানা গেছে, গত ১৫ই জুন মনোনয়নপত্র দাখিলে যাওয়ার সময় বাধা দেওয়ার অভিযোগ উঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে রণক্ষেত্র চেহারা নেয়। সংঘর্ষ গুলি। গুলিতে মৃত্যু হয় সিপিআইএমের কর্মী মনসুর আলমের। এই ঘটনায় হাই কোর্টে মামলা করা হয় বাম-কংগ্রেসের পক্ষ থেকে।
কিন্তু কোনো সুরাহা না হওয়ায় সোমবার সকালে মনসুর আলমের খুনের ঘটনায় দুষ্কৃতীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং চোপড়ায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দাবিতে চোপড়া থানার দাসপাড়া পুলিশ ফাঁড়ির সামনে রাজ্য সড়কের উপর গণ অবস্থান বিক্ষোভ দেখাতে শুর করে বাম- কংগ্রেসের কর্মী সমর্থকেরা। ঘটনার জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পরে। ঘটনাকে ঘিরে ফাঁড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান চোপড়া থানার আইসি সঞ্জয় দাস, ডিএসপি ধ্রুব প্রধান সহ পুলিশকর্মীরা। পুলিশের আশ্বাসে আন্দোলন কর্মসূচি তুলে নেওয়া হয়।
এদিন গন অবস্থান বিক্ষোভে মনসুর আলমের পরিবারের লোকজনদের ও শামিল হতে দেখা যায় । মনসুর আলমের দাদু গিয়াসউদ্দিন জানান, মনসুর আলমের খুনিদের গ্রেপ্তারের দাবিতে আমাদের এই লাগাতার আন্দোলন চলবে।পাশাপাশি সিবিআই তদন্তের দাবিও জানান তিনি । দীর্ঘক্ষণ গণ অবস্থান বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে তুলে নেওয়া হয়।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।