অনৈতিকভাবে ওষুধ মজুদ ও বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার হল এক। ইসলামপুর পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা সাংবাদিক সম্মেলন করে বলেন ,ইসলামপুর পুলিশ জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকায় থেকে ২২ লক্ষ টাকার মূল্যের কাফ সিরাপ ও কিছু ট্যাবলেট ও ইনজেকশন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই কারবারের জড়িত নুর আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বাড়ি পাঞ্জিপাড়ায়। পুলিশ অভিযান চালিয়ে ১১৪৪ বোতল কাফ সিরাপ, ৭২৯৪ টি ইনজেকশন এর অ্যাম্পুল এবং ৪৭ হাজার ট্যাবলেট উদ্ধার করেছে।
পুলিশ জানান গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় তল্লাশি চালানো হয় এবং একজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরো একজন পলাত।তাকে ইসলামপুর আদালতে তুলে পুলিশ হেপাজতে নেওয়া হবে অতিরিক্ত পুলিশ সুপার বলে জানান। তিনি আরো বলেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ধরনের কাজ মাদক পাচার বন্ধ করতে হব

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *