নিউজডেস্ক: ইসলামপুর থানার গুঞ্জেরিয়া গুলিতে নিহত যুবকের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ইসলামপুর SP অফিসে ডেপুটিশন ঘিরে তুমুল উত্তেজনা শুরু হয় আজ। ইসলামপুর SP অফিসের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে কংগ্রেস কর্মীরা। পুলিশ গেট আটকে দিলে কংগ্রেস কর্মীদের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে অফিস চত্ত্বরে।
প্রসঙ্গত,গত মাসের ২৫ তারিখে দুষ্কৃতীদের গুলিতে জখম হয় মহঃ শাগীর । চিকিৎসা চলাকালীন ৩০শে জানুয়ারি মৃত্যু হয় তার। এরপর সেইদিন সন্ধ্যায় মৃতদেহ গুঞ্জেরিয়া বাজারে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর রেখে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজনের পাশাপাশি এলাকার মানুষ। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা। কিন্তু ঘটনার প্রায় ২০ থেকে ২২ দিন পেরিয়ে গেলেও মুল অভিযুক্তদেরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাই সেই দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি শুক্রবার কংগ্রেসের পক্ষ থেকে ইসলামপুর SP অফিসে ডেপুটেশন দিতে আসে।