অবশেষে সমস্যার সমাধান হল বাজিতপুরের ও লাগোয়া এলাকার মানুষের । উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ১১ নম্বর  বীরঘই অঞ্চলের বাজিতপুর,তাহেরপুর, কানাইপুর, ভাগডুমুর কাচিমুহা গ্রামের একটা বড় অংশের মানুষই মুসলিম ধর্মাবলম্বী। কিন্তু এলাকায় রয়েছে কবরস্থানের অপ্রতুলতা। পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু দপ্তরের উদ্যোগে অবশেষে নির্মাণ কাজ শুরু হল বাজিতপুর কবরস্থানের। গতকাল শুক্রবার বেলা সাড়ে চারটে এই কবরস্থানের নির্মাণ কাজের উদ্বোধন করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার আইসি তথা বরুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান, স্থানীয় পঞ্চায়েত সদস্য নারায়ন দাস ও রীতিবালা দাস, প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য মনসুর হবিবুল্লা ও ও স্থানীয় বাসিন্দা তথা শিক্ষক মমিনুর ইসলাম। 

দীর্ঘদিনের এই কবরস্থানের দাবি পূরণ হওয়ায় খুশি বাজিতপুর ও তৎসংলগ্ন কাচিমুহা ভাগডুমর তাহেরপুর ও কানাইপুর অঞ্চলের মানুষজন। কবরস্থানের দাবি প্রশাসনের নজরে এনে ব্যাপারটির রূপায়ণে প্রশাসনকে তৎপর করতে বিশেষভাবে উদ্যোগ নিয়েছিলেন শিক্ষক মমিনুর ইসলাম তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *