সরকারি ধান ক্রয় কেন্দ্রে জোর করে কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি ৬ কেজি ৮ কেজি করে ধান ধলতা নেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দুই দফা দাবি জানিয়ে ইসলামপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ইসলামপুর মহকুমা শাসকের স্মারকলিপি দেওয়া হয়। ব্লক কংগ্রেসের সভাপতি সাদিকুল ইসলামের অভিযোগ তৃণমূল কংগ্রেসের মদতে কিছু দালাল কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি ৬ কেজি ৮ কেজি করে ধান কাটমানি হিসাবে কেটে নিচ্ছে। কৃষকদের স্বার্থে তারেই প্রতিবাদে আজকে ইসলামপুর মহকুমা শাসকের কাজে স্মারকলিপি দেওয়া হয় কংগ্রেসের পক্ষ থেকে। বিষয়টি ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক। যদি আগামী দিনে এইসব বন্ধ না হলে কংগ্রেসের পক্ষ থেকে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে হুঁশিয়ারি দেন ব্লক কংগ্রেসের সভাপতি সাদিকুল ইসলাম।