আগামী কাল অর্থাৎ রবিবার বিকেলে চোপড়ার সোনাপুর নলবাড়ি মাঠে ঢুকবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নলবাড়ি মাঠেই রাত্রি যাপন করবেন রাহুল। বিষয়টিকে নিয়ে সাজো সাজো রব পড়ে গেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে । কংগ্রেস নেতাদের মধ্যেও ব্যস্ততা তুঙ্গে। কংগ্রেস নেতারা বলেন,রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’কে ছলে বলে কৌশলে বাঁধা দেওয়ার চেষ্টা করেছে আসামের হিমস্তবিশ্ব সরকার। পশ্চিমবঙ্গে ঢুকেও প্রশাসনের সহযোগিতা মেলেনি, অভিযোগ কংগ্রেস কর্মীদের। এমনকি কোচবিহারের বেশ কিছু জায়গায় তৃণমূল কর্মীরা পোস্টার হাতে রাহুল গান্ধীকে বাংলা ছাড়তে হুঙ্কারও দিয়েছেন।
এদিকে মানুষের ঢল নামবে বলে আশাবাদী উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তর। তিনি বলেন, পুলিশ প্রশাসনের সহযোগিতা পাইনি। স্টেজ যেখানে করতে চেয়েছি করতে পারিনি। কিন্তু মানুষের ও কংগ্রেস কর্মীদের উৎসাহ দেখা যাচ্ছে। মানুষের এই স্রোত কেউ আটকাতে পারবে না।
এদিকে ঝাড়খন্ড থেকে একদল মানুষ এসেছেন যাতে কাছ থেকে রাহুল গান্ধীকে দেখা যায় এবং মনের কথা বলা যায়।