নিম্নমানের কাজের অভিযোগ ওঠায় সরোজমিনে খতিয়ে দেখলেন পূর্ত দফতরের আধিকারিকরা। পূর্ত দফতরের আধিকারিকদের দাবি নিয়ম মেনে রাস্তা সম্প্রসারনের কাজ হচ্ছে। নিম্নমানের কাজের কোন প্রমান তারা পেলেন না। পৌর কাউন্সিলরের দাবি জনসাধারনের অভিযোগের ভিত্তিতে তারা রাস্তার কাজ বন্ধ করে দিয়েছিলেন। পূর্ত দফতরের আধিকারিকরা দেখে কাজের গুনমান যাচাই করলেন। নিয়ম মেনে কাজ হচ্ছে বলে আধিকারিকরা প্রতিশ্রুতি দেওয়ায় তারা কাজ চালু করার নির্দেশ দিলেন।
উল্লেখ্য, বছর তিনকে আগে ইসলামপুর বাইপাস চালু হয়েছে। বাইপাস চালু হবার পর জাতীয় সড়ক কর্তৃপক্ষ পুরোনো জাতীয় সড়কের রক্ষনাবেক্ষন করছিল না। ইসলামপুর শহরের উপর দিয়ে বয়ে যাওয়া এই রাস্তার হাল বেহাল হয়ে পড়েছিল। ছোট গাড়ি,অটো, টোটো এই পথ দিয়ে চলাচল করায় দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়। ইসলামপুর শ্রীকৃষ্ণপুর বাইবাস থেকে অলিগঞ্জ বাইপাস পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার বেহাল রাস্তা সম্প্রসারন এবং নতুন করে রাস্তা তৈরীর কাজে হাত দেয় পূর্ত দফতর। প্রায় ২৪ কোটি টাকা ব্যায় এই রাস্তার কাজ শুরু হতেই নিম্নমানের কাজের অভিযোগ ওঠে। ইসলামপুর পৌরসভার কাউন্সিলরদের কাছে এই অভিযোগ আসায় রাস্তার কাজ বন্ধ করে দেয়। পূর্ত দফতরের আধিকারিকদের কাছে এবিষয়ে অভিযোগ করেন কাউন্সিলররা। সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার পূর্ত দফতরের আধিকারিকরা কাজের গুনমান খতিয়ে দেখতে আসেন। পূর্ত দফতরের আধিকারিকদের দাবি মেনে মেনে কাজ হচ্ছে। কাউন্সিলররা আশ্বাস পাবার পরই রাস্তা কাজ চালু করার নির্দেশ দেন।