নিউজডেস্ক: ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হলেও তার সুবিধা থেকে বঞ্চিত রোগী ও তার আত্মীয়। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসার খরচের পাশাপাশি জলের জন্যও টাকা খরচ করতে হচ্ছে পরিবারকে । রোগীর আত্মীয়দের দাবি হাসপাতাল কর্তৃপক্ষ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করলে তাদের কিছুটা আর্থিক সাশ্রয় হয়। হাসপাতাল সুপারের দাবি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আছে । একাধিক পানীয় জল সরবরাহের ব্যবস্থা থাকলেও রোগীর আত্মীয়রা সেগুলো প্রতিবার ভেঙে দিয়ে যায়।তাই জলের ট্যাপ গুলো ঢেকে রাখা হয়েছে।

https://youtube.com/shorts/LZaNKSJX-Bc?feature=share
TMC, BJP ছেড়ে CPM এ যোগ দিল ৭০ টি পরিবার

প্রসঙ্গত,উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে দূরদূরান্ত থেকে রোগী ভর্তি হয়।রোগীর বাড়ি দূরে হবার কারনে অসংখ্য রোগীর আত্মীয়দের হাসপাতালেই রাত কাটাতে হয় বাধ্য হয়েই। রোগী এবং রোগীর আত্মীয়দের পানীয় জলের যাতে কোন অসুবিধার মধ্যে পড়তে না হয় তারজন্য হাসপাতালে একাধিক বিশুদ্ধ পানীয় জলের ব্যাবস্থা করা হয়েছে।কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ অধিকাংশ ট্যাপ কল গুলো প্লাষ্টিক দিয়ে ঢেকে দিয়েছে। ফলে হাসপাতালে পানীয় জলের ব্যবস্থা থাকলেও সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রোগী এবং রোগীর আত্মীয়রা।

https://youtube.com/shorts/LZaNKSJX-Bc?feature=share
বিয়ে বাড়ির অশান্তির সেই ভিডিও ভাইরাল

দূরদূরান্ত থেকে আসা রোগী এবং রোগী আত্মীয়দের জল কিনেই খেতে হয়।চিকিৎসার খরচের পাশাপাশি জলের জন্য অতিরিক্ত খরচ গুনতে হয়। হাসপাতালে বিশুদ্ধ পানীয় জলের ব্যাবস্থার করার দাবি করেছেন রোগীর আত্মীয়রা।হাসপাতাল সুপার জানিয়েছেন, প্রত্যেকটি ওয়ার্ডেই বিশুদ্ধ পানীয় জলের ব্যাবস্থা আছে। একাধিক পানীয় জলের ট্যাপ থাকলেও রোগীর আত্মীয়রা সেগুলো ভেঙে ফেলেন। তাই সেগুলো ঢেকে রাখা আছে।হাসপাতালে পানীয় জলের কোন সমস্যা নেই বলে হাসপাতাল সুপার সুরজ সিনহা জানিয়েছেন।

TMC সব মন্ত্রী জেলে যাবে -সুকান্ত মজুমদার

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *