নিউজডেস্কঃ
ট্রাক্টর ও বাইকের সংঘর্ষে গুরুতর যখম দুই বাইক আরোহী। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর(Islampur) থানার গাইসাল ৩১ নম্বর জাতীয় সড়ক এলাকায়। জানা গিয়েছে যখমদের বাড়ি গোয়ালপোখর থানার হাঁস খুন্ডা এলাকায়। এদিন সন্ধ্যায় ধানতলা এলাকা থেকে কাজ করে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে গাইসাল এলাকায় একটি ট্রাক্টর বাইকটির পিছনে সজোরে ধাক্কা মারলে গুরুতর ভাবে যখম হয় ওই দুই বাইক আরোহী। স্হানীয়রা তড়িঘড়ি ওই দুই যুবককে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে, ইসলামপুর থানার পুলিশ। ঘাতক ট্রাক্টরটির খোঁজ শুরু করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।