নিউজডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ চোপড়ায়। বৃহস্পতিবার চোপড়ার কালিগঞ্জ এলাকায় বস্ত্র বিতরণ করেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্তমানে তৃনমূলের দলনেতা মোহাম্মদ আজহারউদ্দিন । এদিন এলাকার দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দেন তিনি। প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি মহঃ আজহারউদ্দীন জানান, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তাই এলাকার কিছু বয়স্ক সন্মানীয় মানুষদের কিছু বস্ত্র হাতে তুলে দিলাম।আমাদের একটু সাহায্যের কারণে যদি কারোর মুখে হাঁসি ফোটে তাহলে এর থেকে বেশি পৃথিবীতে বড়ো আর কোনো প্রাপ্তি হয় না।আমি মনে করি আমরা মানুষ তাই মানুষের পাশে দাড়ানো আমাদের কর্তব্য।ধর্ম যার যার, উৎসব সবার। সকল ধর্মকে সন্মান করা আমদের দায়িত্ব। তাই আজকে আমাদের এই উদ্যোগ।প্রায় ১৫০ থেকে ২০০ জন মা বোনকে আমরা এই শাড়ি তুলে দেওয়ার চেষ্টা করলাম। তিনি আরো জানায়, আমি আগেও যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম তখনও মানুষের পাশে থাকার চেষ্টা করতাম এবং এখন আমি প্রাক্তন সভাপতি এখনো সেই ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *