নিউজডেস্কঃ

ভালোবেসে তোমাদের দিলাম, রক্ষার দায়িত্ব তোমাদের

তিনদশকের ওপর শিক্ষকতার পেশার সাথে যুক্ত ছিলেন রায়গঞ্জের অশোকপল্লীর বাসিন্দা তাপস জোয়ারদার। কালিয়াগঞ্জ শহরের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলেন তাপস বাবু। গত বছর ৩১ শে ডিসেম্বর তিনি তার চাকুরী জীবন থেকে অবসর নেন।

অবসরকালে ছাত্র ছাত্রীদের জন্য যা করে গেলেন শিক্ষক

দীর্ঘ তিনদশক ধরে যে বিদ্যালয়ে তিনি নিজের কর্মজীবন দায়িত্ব সহকারে পালন করে এসেছেন সেই কর্মস্থলে ছাত্র ছাত্রীদের জন্য কিছু করতে চেয়েছিলেন। আর সেই ভাবনা থেকেই বিদ্যালয়কে ১ লক্ষ টাকা প্রদান করেন বিশুদ্ধ পানীয় জলের পরিকাঠামো তৈরি করার জন্যে।

https://nb24x7.com/testpapers_row_board_orders_probe/

শিক্ষকের হাতেই উদ্বোধন

তাপস বাবুর ইচ্ছে মতোই তৈরি হয় বিশুদ্ধ পানীয় জলের পরিকাঠামো। গতকাল তাপস বাবুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে। সেই অনুষ্ঠানেই ছাত্র ছাত্রীদের জন্য ফিতা কেটে উদ্বোধন করেন পানীয় জলের পরিকাঠামোটির। সেই দিনের উক্ত অনুষ্ঠানে আবেনপ্রবন হয়ে পড়েন তাপস বাবু। তাপস বাবুর এমন প্রচেষ্টায় গর্বিত বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ আনন্দিত ছাত্র ছাত্রী সকলেই।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *