সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান (১)

১। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে-

(ক) বহির্জাত প্রক্রিয়া (খ) অন্তর্জাত প্রক্রিয়া (গ) গিরিজনী আলোড়ন(ঘ) মহিভাবক আলোড়ন

উত্তর : (ক) বহির্জাত প্রক্রিয়া

২। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয়প্রক্রিয়াটি হল-(ক) অবঘর্ষ ক্ষয় (খ) ঘর্ষণ ক্ষয় (গ) জলপ্রবাহ ক্ষয় (ঘ) দ্রবণ ক্ষয়

উত্তর :(ঘ) দ্রবন ক্ষয়

৩। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায়-

(ক) নীলনদের মোহানায়

(খ) ব্রহ্মপুত্র নদের মোহানায় (গ) গঙ্গানদীর মোহানায় (ঘ) মিসিসিপি-মিসৌরী নদীর ও মোহানায়

উত্তর :ঘ) মিসিসিপি-মিসৌরী নদীর ও মোহানায়

৪। নদীর পার্শ্বক্ষয়ের ফলে- (ক) ‘I’ (খ) ‘V’ (গ) ‘U’ (ঘ) ডেল্টা বা ‘∆’ আকৃতির উপত্যকা সৃষ্টি হয়

উত্তর : (খ)’ V ‘

৫। মন্থকূপ সৃষ্টি হয়- (ক) নদী (খ) বায়ু (গ) হিমবাহ (ঘ) সমুদ্রস্রোতের ক্ষয়কাজের ফলে

উত্তর : (ক) নদী

৬। সমুদ্রে ভাসমান বিশালাকৃতি হিমবাহকে বলা হয়- (ক) হিমপ্রাচীর (খ) হিমদ্রোণি (গ) হিমস্তূপ (ঘ) হিমশৈল

উত্তর :(ঘ) হিমশৈল

৭। তির্যক বালিয়াড়িকে বলে- (ক) সিফ্ (খ) বার্খান (গ) প্লায়া (ঘ) লোয়েস

উত্তর: (খ) বার্খান

১০। নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়- (ক) নগ্নীভবন প্রক্রিয়ায় (খ) অবরোহণ প্রক্রিয়ায় (গ) অবঘর্ষ প্রক্রিয়ায় (ঘ) আরোহণ প্রক্রিয়ায়

উত্তর: (ঘ) আরোহণ প্রক্রিয়ায়

বাক্যটি ‘সত্য’ হলে ‘ঠিক’ এবং ‘অসত্য’ হলে ‘ভুল’ লেখো
প্রতিটি প্রশ্নের মান ১

১। বার্খান বালিয়াড়ি থেকে সিফ্ বালিয়াড়ি সৃষ্টি হয়।

উত্তর : ভুল

২। বরফগলা জলে পুষ্ট নদীতে সাধারণত সারাবছর জল থাকে।

উত্তর :সত্য

৩। নদী-অববাহিকা গঠনে জল-বিভাজিকার কোনো ভূমিকা নেই।

উত্তর:ঠিক

৪। দুটি হিমবাহের মধ্যবর্তী স্থান দোয়াব নামে পরিচিত।

উত্তর :ভুল

৫। নদীর গতিপথকে ছ-ভাগে ভাগ করা যায়।

উত্তর :ভুল

৬। ভারতের উচ্চতম জলপ্রপাত হল ভিক্টোরিয়া জলপ্রপাত।

উত্তর :ভুল

৭। প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ সৃষ্টি হয় একই সময়ে।

উত্তর :ঠিক

৮। অবঘর্ষজনিত গর্ত বায়ুর একটি ক্ষয়জাত ভূমিরূপ।

উত্তর :ভুল

৯। হিমরেখার ওপরে হিমবাহগুলি কখনও গলে যায় না।

উত্তর :ঠিক

১০। করি, অ্যারেট ও পিরামিড চূড়া একত্রিতভাবে অবস্থান করে।

উত্তর :ঠিক

১১। উষু মরু অঞ্চলে নদীর কাজই প্রধান।

উত্তর :ভুল

১২। হিমরেখার ওপর থেকে হিমবাহের কাজ শুরু হয়।

উত্তর :ঠিক

১৩। নদী হল জলচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ।

উত্তর :ঠিক

• উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো

প্রতিটি প্রশ্নের মান

১। বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে…… বলে।

উত্তর : অবরোহন

২। হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে সৃষ্ট দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে……….. বলে।

উত্তর:গ্রাবরেখা

৩।……. হল ভারতের উচ্চতম জলপ্রপাত।

উত্তর :কুঞ্চিকল ( উচ্চতা ৪৫৫ মিটার)

৪। অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর…….. গতিতে সৃষ্টি হয়।

উত্তর :মধ্যগতিতে

৫। ভারতের দীর্ঘতম হিমবাহ হল…….।

উত্তর :সিয়াচেন

৬। গ্রাবরেখা……… প্রকারের হয়।

উত্তর :তিন

৭। জিউগেন সৃষ্টির সময়ে কঠিন ও কোমল শিলা…….ভাবে অবস্থান করে।

উত্তর :আনুভূমিক ভাবে

৮। বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট অনুচ্চ টিলাকে…… বলে।

উত্তর :ইনসেলবার্জ

৯। রসে মতানে হিমবাহের কাজের ফলে সৃষ্ট………… ভূমিরূপ।

উত্তর :ক্ষয়কাজের

১০। ——হল একধরনের বহির্জাত প্রক্রিয়া।

উত্তর :আরোহন

8) স্তম্ভ মেলাও

ক)উত্তর :

১) বদ্বীপ (ঘ) সুন্দরবন

২) গিরিখাত (ঙ) গ্রান্ড ক্যানিয়ন

৩) বহির্জাত প্রক্রিয়া (ক) নদীর ক্ষয়কাজ

৪) পলল শঙ্কু (খ) সঞ্চয় কাজ

৫) অনুদৈর্ঘ্য বালিয়াড়ি (গ) বায়ুরকাজ

খ)উত্তর :

১) ভারতের দীর্ঘতম নদী (খ) গঙ্গা

২)ভারতের উচ্চতম জলপ্রপাত (ঘ) যোগ

৩)ভারতের বৃহত্তম বদ্বীপ (ক) গঙ্গা-ব্রহ্মপুত্র

৪)ভারতের বৃহত্তম নদীচর (ঙ) মাজুলি

৫)পাখির পায়ের মতো বদ্বীপ (গ) কৃষ্ণা নদীর বদ্বীপ

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *